দীর্ঘ সময়ে রাজনৈতিক অপশাসনের ফলে আমাদের রাজ্যে মানুষের মনে সমাজতান্ত্রিক বিপ্লবের মিথ্যা আস্ফালন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। পৃথিবীর বুকে সব থেকে বেশি গণহত্যাকারী শাসকদেরকে সাম্যবাদের জনক হিসেবে মানুষের সামনে সুপরিকল্পিত মিথ্যাচারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের বুকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ফায়দা তুলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ ভোটাধিকারের মাধ্যমে এই একনায়কতান্ত্রিক শাসক দের রাজনৈতিকভাবে প্রায় শেষ করে দিয়েছে কিন্তু এরপরেও তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা তো দূরের কথা উল্টো সেই একইভাবে তারা আজও মানুষের সামনে সমভাবে মিথ্যা কথা বলে চলেছে। কোন তথ্যের উপর ভিত্তি করে নয় শুধুমাত্র মিথ্যা আস্ফালন এবং ব্যক্তি আক্রমণের উপর ভিত্তি করে বারংবার তারা আমাদের সংস্কৃতির ওপর আঘাত হানছে। শুধুমাত্র হিন্দু ধর্ম নয় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়েও তারা ক্রমাগত ভুল তথ্য পরিবেশন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। লক্ষ্য তাদের একটা, বাঙালি হিন্দুর অস্তিত্বকে শেষ করে দেওয়া...
Ram Janmabhoomi: A tribute to the centuries old struggle Rudra Prasanna Banerjee and Rajarshi Mukherjee Genetics Researcher, University of Alberta, Canada. Introduction Ramayana narrates the story of lord Ram, the seventh incarnation of Lord Vishnu. It is believed He had taken birth as a human to restore balance in this world. Ram was a descendent of Ikshvaku, a legendary king of ancient India. The dynasty originates from Shraddhadeva Manu, the seventh of 14 Manus of current aeon. According to Matsya Purana, Shraddhadeva Manu had saved the lives of Saptarishis during the great deluge. He was the son of Vivasvan hence is also called Vaivasvata Manu . One of the ten sons of Shraddhadeva Manu was Ikshvaku , who was the progenitor of the solar dynasty or Suryavansh . The region of Koshala (modern day Awadh in the Indian state of UP), was their kingdom. Koshala had three major cities, Saket, Shravasti (birthplace of Maharaja Suheldev) and Ayodhya. According to Hindu...